ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ৫ দিনেও সন্ধান মেলেনি ওয়ার্কশপ ব্যবসায়ীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
লক্ষ্মীপুরে ৫ দিনেও সন্ধান মেলেনি ওয়ার্কশপ ব্যবসায়ীর

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পাঁচদিনেও সন্ধান মেলেনি নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া ওয়ার্কশপ ব্যবসায়ী করিম হোসেনের (৩২)। এর আগে বুধবার (২৪ অক্টোবর) একই এলাকার দুই যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে।

সোমবার (২৯ অক্টোবর) দুপুরে এ নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে উৎকণ্ঠার কথা জানিয়েছেন তার স্বজনরা।

করিমের বড় ভাই ফারুক হোসেনের ভাষ্যমতে, পৌরসভার লামচরী এলাকায় করিমের ওয়ার্কশপ রয়েছে।

গত বুধবার রাত সোয়া ১০ টার দিকে একই এলাকার মাছুম ও খোরশেদ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর করিম আর বাড়িতে ফেরেনি। অাত্মীয়-স্বজন ও সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান যাওয়া যায়নি।

তিনি আরও বলেন, আমার ভাইকে মাছুম ও খোরশেদ ডেকে নেওয়ার পর থেকে খোঁজ পাচ্ছি না। আমরা সুস্থ অবস্থায় তাকে ফেরত চাই। পুলিশের কাছে মুচলেকা দিয়ে ছাড়া পাওয়া মাছুম এখন পরিবারের সদস্যদের নিয়ে এলাকা ছেড়েছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদশক (এসআই) আবু নাছের বাংলানিউজকে বলেন, ঘটনায় পরদিন বৃহস্পতিবার (২৫ অক্টোবর) ব্যবসায়ীর করিম হোসেনের বাবা রুহুল আমিন থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত মাছুম একই এলাকার সফিক উল্যার ছেলে এবং খোরশেদ মৃত এবায়েত উল্যার ছেলে। ইতোমধ্যেই অভিযুক্ত মাছুমকে আটক করা হয়েছে। খোরশেদকে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।