ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে অস্ত্র ও মাদকসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
যশোরে অস্ত্র ও মাদকসহ যুবক আটক পুলিশের হাতে আটক যুবক। ছবি: বাংলানিউজ

যশোর: যশোরের ঝিকরগাছা উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ সোহেল রানা (৩২) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোহেল রানা মণিরামপুর উপজেলার গোয়ালবাড়ী গ্রামের মৃত মোসলেম বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি ঝিকরগাছার মোবারকপুর নিমতলা এলাকায় বসবাস করেন।

সোমবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার মোবারকপুর এলাকায় থেকে তাকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোবারকপুরে অভিযান চালিয়ে সোহেল রানাকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও ২ হাজার ৫শ’ পিস ইয়াবা এবং নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে ঝিকরগাছা থানায় পৃথক ধারায় দু’টি মামলা করেছে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
ইউজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।