ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘এখানে-ওখানে দৌড়াদৌড়ি না করে নিটোরে যান’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
‘এখানে-ওখানে দৌড়াদৌড়ি না করে নিটোরে যান’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী, উপস্থিত অতিথিরা

ঢাকা: রাজধানীর শেরে-বাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) উন্নত চিকিৎসা সেবার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি অনেককে বলি, এখানে-ওখানে দৌড়াদৌড়ি না করে আমাদের নিটোরে যান।

সোমবার (২৯ অক্টোবর) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান প্রাঙ্গণে একটি অনুষ্ঠান থেকে বেশ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর উন্মোচনের সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় নবনির্মিত হাসপাতাল ভবন, মিরপুরে ঢাকা ডেন্টাল কলেজের ২৪৮ আসনবিশিষ্ট ছাত্রী হোস্টেল (১০তলা ভিতবিশিষ্ট ৯তলা ভবন), মহাখালীতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি’র সম্প্রসারিত (৯তলা ভিতবিশিষ্ট) তিনতলা ভবন উদ্বোধন করেন।

এছাড়া প্রধানমন্ত্রী এক্সপানশন অব ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল, মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান কার্যালয় এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের উত্তর-দক্ষিণ ব্লকের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের (সাবেক পঙ্গু হাসপাতাল) প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, মানুষ এখানে এলেই চমৎকার চিকিৎসা পান। এখানকার চিকিৎসকরা যত্ন নিয়ে চিকিৎসা সেবা দেন। আমি অনেককে বলি, এখানে-ওখানে দৌড়াদৌড়ি না করে আমাদের নিটোরে যান। সেখানে ভালো চিকিৎসা হয়। যখনই রোগী আসে আমরা দেখি অনেক উন্নতমানের চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসক ও নার্সদের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, চিকিৎসকদের ধন্যবাদ জানাই। নার্স যারা, তারা সেবা করে যান। অতিরিক্ত রোগীর চাপ নিয়ে তারা যে সেবাটা দেন পৃথিবীর কোনো দেশে কোনো ডাক্তার, কোনো নার্স এভাবে চিকিৎসা দেবে না- আমি বলতে পারি।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব মো. সিরাজুল হক খান এবং নিটোরের পরিচালক আবদুল গণি মোল্লা।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এমইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।