ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

প্রধান শিক্ষকের কাণ্ড...

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
প্রধান শিক্ষকের কাণ্ড... সয়রাগন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আহত দরিদ্র স্কুলছাত্র সুমন। ছবি: বাংলানিউজ

নীলফামারী: বার্ষিক পরীক্ষার জন্য নির্ধারিত ১০০ টাকা ফি দিতে না পারায় সুমন মিয়া নামে এক দরিদ্র স্কুলছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শুধু তাই না, অভিযোগ অনুযায়ী, প্রতিবাদ করতে আসায় গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে তার মাকেও।

সোমবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের সয়রাগন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। সুমন ওই ইউনিয়নের পশ্চিম দলিরাম গ্রামের কৃষক মখমোল হোসেনের ছেলে।

সে ওই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।
 
ভুক্তভোগী সুমনসহ প্রত্যক্ষদর্শী অন্য শিক্ষার্থীরা জানায়, বার্ষিক পরীক্ষার জন্য ছবি ও ১০০ টাকা করে ফি দাবি করেন প্রধান শিক্ষক আফতাবুজ্জামান। সোমবার দুপুরে সুমন টাকা দিতে না পেরে শুধু ছবি জমা দেয় প্রধান শিক্ষকের কাছে। এ সময় টাকা না দেওয়ার কারণে তিনি বাঁশের কঞ্চি দিয়ে সুমনকে মারধর করেন। খবর পেয়ে সুমনের মা শেফালী বেগম প্রধান শিক্ষকের কক্ষে ছুটে এসে ছেলেকে পেটানোর প্রতিবাদ জানিয়ে নির্ধারিত ফি ১০০ টাকা জমা দেন। কিন্তু, টাকা ও সুমনের ছবি ছুড়ে ফেলে তাকে আর বার্ষিক পরীক্ষায় অংশ নিতে দেবেন না জানিয়ে শেফালীকে গলা ধাক্কা দিয়ে কক্ষ থেকে বের করে দেন প্রধান শিক্ষক। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনগণ ওই প্রধান শিক্ষকের অপসারণ দাবি করে বিক্ষোভ করেন।  

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফা আক্তার বাংলানিউজকে বলেন, বিষয়টি আমরা শুনেছি। ছাত্রের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ঘটনার সত্যতা পেলে প্রধান শিক্ষক আফতাবুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এসআরএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।