ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রামুতে চারটি ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
রামুতে চারটি ককটেল বিস্ফোরণ ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের রামু বাইপাস আমতলিয়া পাড়া রাস্তার মাথা এলাকায় পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মিজানুর রহমান বাংলানিউজকে জানান, রাত সাড়ে ১০টার দিকে রাতের অন্ধকারে ওই এলাকায় চারটি ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের খোসা উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চ্যারিটেবল দুর্নীতি মামলার রায় ঘোষণার জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।