ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হিজলায় কৃষকদল নেতা আটক, পেট্রোল বোমা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
হিজলায় কৃষকদল নেতা আটক, পেট্রোল বোমা উদ্ধার

বরিশাল: বরিশালের হিজলায় যানবাহনে ভাঙচুর চালানোর সময় উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মিজান গাজীকে আটক করেছে পুলিশ। আটককালে পাঁচটি পেট্রোল বোমা ও ১২টি হাতবোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।

সোমবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার কামারখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান জানান, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে মিজান গাজীসহ বেশ কয়েকজনে মিলে একটি অটোরিকশা ভাঙচুর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিজানকে আটক করে। এসময় পাঁচটি পেট্রোলবোমা ও ১২টি হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদের আটকের চেষ্টার পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।