ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

উদ্বোধনের অপেক্ষায় ময়মনসিংহ বিভাগের ৬৬ প্রকল্প

এম আব্দুল্লাহ আল মামুন খান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
উদ্বোধনের অপেক্ষায় ময়মনসিংহ বিভাগের ৬৬ প্রকল্প

ময়মনসিংহ: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, অ্যাকাডেমিক ভবন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, আধুনিক স্টেডিয়াম, বড় বড় সেতু-সড়ক কিংবা অডিটোরিয়াম সবই হয়েছে ময়মনসিংহ বিভাগে। এখনো উদ্বোধনের অপেক্ষায় রয়েছে ছোট-বড় ৬৬টি উন্নয়ন প্রকল্প।

কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুর জেলায় গড়ে ওঠা এসব উন্নয়ন প্রকল্প আগামী শুক্রবার (০২ নভেম্বর) বিকেলে উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে উদ্বোধন হতে যাওয়া এসব উন্নয়ন প্রকল্পকে দেখা হচ্ছে ময়মনসিংহ বিভাগবাসীকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে।

সরকার প্রধানের এসব উপহার নির্বাচনী রাজনীতিতে নতুন মেরুকরণের পূর্বাভাস হিসেবেই বিবেচনা করা হচ্ছে।  

ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম রিপন বাংলানিউজকে জানান, ময়মনসিংহ জেলায় ২৮টি, নেত্রকোণা ও শেরপুরে ৩২টি এবং জামালপুরে ছয়টিসহ মোট ৬৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।  

ময়মনসিংহ জেলায় উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে- নান্দাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ময়মনসিংহ কার্যালয়, ধোবাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ময়মনসিংহের অফিস ভবন, ময়মনসিংহ বিএসটিআই অফিস ভবন, ময়মনসিংহ জেলা সদরে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য দুইতলা হোস্টেল ভবন, ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) ১০ তলা ভিত বিশিষ্ট তিনতলা ছাত্র হোস্টেল, ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মহিলা কারারক্ষীদের জন্য আবাসিক ভবন, ময়মনসিংহ জেলায় নবনির্মিত জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) ভবন, আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ, মযমনসিংহের নবনির্মিত চারতলা অ্যাকাডেমিক ভবন, ভালুকা ডিগ্রি কলেজের নবনির্মিত চারতলা অ্যাকাডেমিক ভবন, নাসিরাবাদ কলেজের নবনির্মিত চারতলা অ্যাকাডেমিক ভবন, গৌরীপুর মহিলা কলেজের নব-নির্মিত চারতলা অ্যাকাডেমিক ভবন, শম্ভুগঞ্জ জিকেপি কলেজের নবনির্মিত চারতলা অ্যাকাডেমিক ভবন, ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ত্রিশাল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, মুক্তাগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ফুলবাড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গফরগাঁও উপজেলাধীন সালটিয়া-হাজিগঞ্জ-দেওয়ানগঞ্জ বাজার সড়কের পুরাতন ব্রক্ষপুত্র নদের ওপর ৮১০ মিটার পিসি বক্স গার্ডার ব্রিজ, গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ঈশ্বরগঞ্জ উপজেলা সদরে ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার, ত্রিশালের শহীদ রফিক উদ্দিন ভূইয়া সেতু (বালিপাড়া সেতু), নান্দাইল উপজেলাধীন মুশুলী উচ্চ বিদ্যালয় ও কলেজ নবনির্মিত চারতলা অ্যাকাডেমিক ভবন, নান্দাইল উপজেলাধীন সমুর্তজান মহিলা কলেজ নবনির্মিত চারতলা অ্যাকাডেমিক ভবন, নান্দাইল উপজেলাধীন খুররম খান চৌধুরী কলেজ নবনির্মিত চারতলা অ্যাকাডেমিক ভবন, নান্দাইল উপজেলাধীন শহীদ স্মৃতি আদর্শ কলেজ নবনির্মিত চারতলা অ্যাকাডেমিক ভবন, ঈশ্বরগঞ্জ উপজেলাধীন উচাখিলা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে নবনির্মিত চারতলা অ্যাকাডেমিক ভবন, ঈশ্বরগঞ্জ উপজেলাধীন আঠারবাড়ী ডিগ্রি কলেজ নবনির্মিত চারতলা অ্যাকাডেমিক ভবন।  
নেত্রকোণা জেলায় উদ্বোধন হতে যাওয়া প্রকল্পগুলো হচ্ছে- নেত্রকোণা আধুনিক স্টেডিয়াম, শ্যামগঞ্জ-জারিয়া-বিরিশিরি-দুর্গাপুর সড়কে জারিয়া সেতু, নেত্রকোণা সরকারি কলেজে ছাত্রীনিবাস, আটপাড়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবন, মদন উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবন, দুর্গাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবন, কলমাকান্দা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবন, কেন্দুয়া উপজেলায় ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম-কাম-মাল্টিপারপাস হল, নেত্রকোণা জেলার ফকিরের বাজার রোডে কংস নদীর ওপর ২১০ মিটার গার্ডার ব্রিজ, নেত্রকোণা জেলা টেনিস ক্লাব, নেত্রকোণা জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্র, নেত্রকোণা-মদন-খালিয়াজুরী সড়কে ৩৭তম কিলোমিটারে ‘বালাই সেতু’ (দৈর্ঘ্য ৯৪.২৭৪ মিটার), শ্যামগঞ্জ-জারিয়া-বিরিশিরি-দুর্গাপুর সড়কে ২৭তম কিলোমিটারে ‘শান্তিপুর সেতু’ (দৈর্ঘ্য ৩৬.৬০ মিটার), শ্যামগঞ্জ-জারিয়া-বিরিশিরি-দুর্গাপুর সড়কে ১৫তম কিলোমিটারে ‘ব্রাক্ষণখালি সেতু’ (দৈর্ঘ্য ৩৯.২৫ মিটার), শ্যামগঞ্জ-জারিয়া-বিরিশিরি-দুর্গাপুর সড়কে ২৩তম কিলোমিটারে ‘জারিয়া সেতু’ (দৈর্ঘ্য ২৩২.০০ মিটার), মগড়া সেতু (দৈর্ঘ্য ৭২.৯৫ মিটার)।  

নেত্রকোণার মতো সমান সংখ্যক উন্নয়ন প্রকল্প উদ্বোধন হচ্ছে শেরপুর জেলায়। এসব হলো- শেরপুর জেলার নকলা উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), ঝিনাইগাতী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবন, শ্রীবর্দী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবন, নকলা-নালিতাবাড়ী-নাকুগাঁও স্থলবন্দর সড়ক উন্নয়ন, হাতীপাগার-সন্ধ্যাকুড়া-ধানুয়া কামালপুর সীমান্ত সড়ক, বনগাঁও-নুন্নী-হাতীপাগার সড়ক উন্নয়ন, শেরপুর পিটিআই কমপ্লেক্স, নকলা উপজেলাধীন ভোগাই নদীর ওপর ১০০ মিটার রাবার ড্যাম, শ্রীবর্দী উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, শেরপুর ১৩২/১৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র, নালিতাবাড়ী উপজেলায় বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ ভবন, শেরপুর সদরে মডেল গার্লস ইন্সটিটিউট কলেজের চারতলা অ্যাকাডেমিক ভবন, শেরপুর সদরে জামসেদ আলী মেমোরিয়াল কলেজের চারতলা অ্যাকাডেমিক ভবন, সদরে ডা. সিকান্দার আল কলেজের চারতলা অ্যাকাডেমিক ভবন, সদরের কামারের চর কলেজের চারতলা অ্যাকাডেমিক ভবন ও শেরপুর সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নতিকরণ প্রকল্প।  

ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোণার তুলনায় কম মাত্র ছয়টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন হতে যাচ্ছে জামালপুর জেলায়। এসব হলো- জেলার ইসলামপুর উপজেলায় শেখ হাসিনা ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি, ইসলামপুর উপজেলাধীন ব্রক্ষপুত্র নদের ওপর পাইলিং ঘাট হতে সভুপুরা পর্যন্ত সড়কে ৫৬০ মিটার দীর্ঘ ‘শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম’ ব্রিজ, ইসলামপুর উপজেলাধীন ব্রক্ষপুত্র নদের ওপর ডেফলাপাড়া ঘাট হতে দিঘীর চর আলমডাঙা পর্যন্ত সড়কে ৫৬০ মিটার দীর্ঘ ‘শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল’ ব্রিজ, মাসিমপুর আরএইচডি-বেলাটিয়া আরএইচডি সংযোগ সড়ক, মেলান্দহ উপজেলায় ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম ও জামালপুর পাসপোর্ট অফিস।  

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা , অক্টোবর ৩০, ২০১৮ 
এমএএএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।