ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

‘কর্মবিরতির’ পর রাজধানীর সড়কে চলছে যানবাহন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
‘কর্মবিরতির’ পর রাজধানীর সড়কে চলছে যানবাহন সকাল থেকে রাজধানীতে চলছে যানবাহন। ছবি: জনি সাহা

ঢাকা: সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনের দাবিতে পরিবহন শ্রমিকদের টানা ৪৮ ঘণ্টা কর্মবিরতির পর রাজধানীর সড়কে শুরু হয়েছে যানবাহন চলাচল। আর দুইদিনের ভোগান্তি শেষে সকালেই পরিবহনগুলোতে যাত্রী ছিলো লক্ষ্যণীয়।

মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ৭টা নাগাদ মিরপুরের পল্লবী এলাকায় দেখা যায় এ রুট থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যের পরিবহনগুলো ছেড়ে যাচ্ছে। আবার বিভিন্ন স্থান থেকে এ রুট ব্যবহার করা পরিবহনগুলোও যাত্রী নিয়ে গন্তব্যে যাচ্ছে।

এসব পরিবহনের মধ্যে রয়েছে - হিমাচল, বিহঙ্গ, সেফটি, মিরপুর লিংক, আকিক, অছিম, নূর-এ মক্কা, রাজধানী ইত্যাদি।  

এদিকে যানবাহন চলাচল শুরু হওয়ার পর চিরাচরিত ‘পাল্লাপাল্লিতে’ দেখা গেলো একই গন্তব্যের অছিম ও নূর-এ মক্কা নামে দু’টি পরিবহনের বাসকে। এতে হাল্কা বাক্য বিনিময় হয় নূর-এ মক্কা পরিবহনের বাস চালক ও যাত্রীদের মধ্যে।

আর দুইদিনের ভোগান্তি শেষে যানবাহন চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে।  

বাংলাদেশ সময়: ০৭৪১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।