ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

১ নভেম্বর ঐক্যফ্রন্টকে গণভবনে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
১ নভেম্বর ঐক্যফ্রন্টকে গণভবনে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সংলাপের চিঠি নিয়ে ড. কামাল হোসেনের বাসায় আওয়ামী লীগের প্রতিনিধি দল, বাম পাশে চিঠির কপি, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: সংলাপের জন্য আগামী ১ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টকে গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিষয়ে আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ জানান, ১ নভেম্বর সন্ধ্যা ৭টায় গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে সংলাপের আমন্ত্রণ জানিয়ে মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে আনুষ্ঠানিক চিঠি দেয় আওয়ামী লীগ।

সকাল সাড়ে ৭টায় রাজধানীর বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় আওয়ামী লীগের চিঠি নিয়ে যান দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

বিষয়টি নিশ্চিত করে গণফোরামের কেন্দ্রীয় গণমাধ্যম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক বাংলানিউজকে বলেন, সকালে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল চিঠি নিয়ে ড. কামালের হোসেনের বাসায় এসেছিলো। চিঠিটি ড. কামাল হোসেন নিজেই গ্রহণ করেছেন। সংলাপে কারা যাবেন ঐক্যফ্রন্টের মঙ্গলবারের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে ।

সংলাপ প্রসঙ্গ: বিকেলে ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠক

গত রোববার (২৮ অক্টোবর) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপের আহ্বান জানিয়ে সাত দফা দাবি এবং ১১টি লক্ষ্য সংবলিত চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক ও যুগ্ম সাধারণ সম্পাদক আওম শফিকুল্লাহ চিঠিটি পৌঁছে দেন।

এরপর সোমবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের দেওয়া সংলাপ প্রস্তাবে সম্মত হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

তিনি বলেন, আমাদের নেত্রীর পক্ষ থেকে বলতে চাই, শেখ হাসিনার দরজা কারো জন্য বন্ধ হয় না, বন্ধ থাকে না। এর মধ্য দিয়ে আপনারা বুঝতে পারছেন যে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জাতীয় ঐক্যফ্রন্টের প্রস্তাবে সম্মত। আমরা ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে সংলাপে বসবো।

আর সংলাপ প্রস্তাবে সম্মত হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানায় জাতীয় ঐক্যফ্রন্ট।

বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮/আপডেট: ০৮৪০ ঘণ্টা
এমএইচ/টিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।