ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নগর স্বাস্থ্যকর্মীদের ৩ দফা দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
নগর স্বাস্থ্যকর্মীদের ৩ দফা দাবি সংবাদ সম্মেলনে সংগঠনের কর্মী নাহিদ নিয়াজ তুষার লিখিত বক্তব্যে পাঠ করছেন। ছবি: বাংলানিউজ

ঢাকা: নগর স্বাস্থ্যকেন্দ্রের কর্মরত কর্মীদের ১১ মাসের বেতন-ভাতা বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন তারা। এ সমস্যা দূরীকরণের জন্য তিন দফা দাবি উত্থাপন করেছেন আরবান অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে ওই সংগঠন তিন দফা দাবি জানায়।

সংগঠনের কর্মী নাহিদ নিয়াজ তুষার লিখিত বক্তব্যে বলেন, ১৯৯৬ সালে শহরের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ‘আরবান প্রাইমারী হেলথ কেয়ার প্রকল্প’ নামক একটি যুগান্তকারী প্রকল্প গ্রহণ করেন।

যা ২০০০ সাল থেকে নগর স্বাস্থ্য কেন্দ্র ও নগর মাতৃসদনের মাধ্যমে নগর এলাকার সব অসহায়, হতদরিদ্র, বস্তিবাসী ও নিন্ম আয়ের মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও সাধারণ আয়ের মানুষদের জন্য স্বল্পমূল্যে গণগত মানের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। এই প্রকল্পের তৃতীয় ধাপের মেয়াদ ২০১৭ সালের জুন মাসে শেষ হওয়ার পরও নতুন করে চতুর্থ ধাপের কার্যক্রম পরিচালনার জন্য আবারও মেয়াদ ১৮ মাস বাড়ানো হয়। বর্তমানে এই প্রকল্পের কর্মীরা ১০ থেকে ১১ মাস ধরে বেতন-ভাতা ছাড়াই স্বাস্থ্যসেবা কার্যক্রম চলমান রেখেছেন।

তিনি বলেন, প্রকল্পে সরাসরি স্বাস্থ্যসেবায় নিয়োজিত সব কর্মীদের পক্ষ থেকে আমি তিন দফা দাবি পেশ করছি।

দাবিগুলো-সরকার প্রদেয় ২০১৫ সালের জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা বহাল রাখতে হবে। চাকরির নিরাপত্তা দেওয়া (স্ব-স্ব পদে বহাল রাখা)। কর্মীদের বেতন বৈষম্য দূর করে পদানুযায়ী সমন্বিত বেতন- ভাতা বহাল রাখা ও বকেয়া পরিশোধ করতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, কর্মী রাশেদুল ইসলাম রাশেদ, নজরুল ইসলাম, ডা. নূর জাহান প্রমুখ। এছাড়াও সংগঠেনর শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।