ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে জঙ্গি সংগঠনের ৬ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
মাদারীপুরে জঙ্গি সংগঠনের ৬ সদস্য আটক আটক ছয় জঙ্গি। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুরে বিস্ফোরক দ্রব্যসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দান’র ছয় সদস্যকে আটক করেছে জেলার গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে আটক জঙ্গি সদস্যদের আদালতে পাঠানো হয়।

আটকরা হলেন- মেহেরপুরের গাড়াডোবা এলাকার সমশের আলীর ছেলে সেলিম রেজা (২৯), নারায়ণগঞ্জের তামাক পট্টি এলাকার ওমর আলী ছেলে আলম রানা (৩৪), বগুড়ার শেরপুরের সবুর আলীর ছেলে রাসেল মাহমুদ (২১), মাদারীপুরের থানতলী এলাকার রশিদ মোল্লার ছেলে ইলিয়াস মোল্লা (৩৪), সদর উপজেলার হাউসদি এলাকার আবু বরক সিদ্দিক খানের ছেলে সাকিল খান (২৫) এবং সদর উপজেলার হাজির হাওলা এলাকার ফারুক হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার (২৮)।

এর আগে রোববার (২৮ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরদিন সোমবার (২৯ অক্টোবর) রাতে গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল-আমিন খন্দকার বাদী হয়ে সদর মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।

মাদারীপুর পুলিশ সুপার (এসপি) সুব্রত কুমার হালদার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দান’র কয়েকজন সদস্য একত্রে হয়ে নাশকতার পরিকল্পনা করছে, এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার থানতলীতে রোববার রাতে অভিযান চালায় জেলার গোয়েন্দা পুলিশের এক দল। এরপর সেখান থেকে বিস্ফোরক, একাধিক মোবাইল ফোন, লিফলেট, নগদ সাড়ে ১২ হাজার টাকাসহ ছয়জনকে আকট করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে নাশকতার পরিকল্পনার কথা স্বীকার করে।

জঙ্গি ও জঙ্গি সংগঠনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।