ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ডাস্টার দিয়ে ছাত্রীর মাথা ফাটালেন শিক্ষক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
ডাস্টার দিয়ে ছাত্রীর মাথা ফাটালেন শিক্ষক ডাস্টারের আঘাতে আহত লামিয়া আক্তার। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটে মোরেলগঞ্জে লামিয়া আক্তার (৬) নামে শিশু শ্রেণির এক শিক্ষার্থীকে ডাস্টার দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সহকারী শিক্ষকের বিরুদ্ধে। 

মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার পঞ্চকরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

লামিয়া পঞ্চকরণ এলাকার রঞ্জিদা বেগমের মেয়ে।

তার বাবার নাম জানাতে পারেনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র হাওলাদার।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ফেরদাউস মুন্সি বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আমরা বিদ্যালয়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি।

এ ঘটনায় কথা বলার জন্য অভিযুক্ত শিক্ষক শামীমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

প্রধান শিক্ষক দুলাল চন্দ্র হাওলাদার বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত করে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।  

মোরেলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার নন্দি বলেন, বিষয়টি শুনেছি। তদন্ত করে ঘটনার সত্যতা পেলে অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।