ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হিজলায় বোমা উদ্ধারের ঘটনায় ৩২ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
হিজলায় বোমা উদ্ধারের ঘটনায় ৩২ জনের বিরুদ্ধে মামলা ‘বোমা সদৃশ বস্তু’, ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের হিজলা উপজেলায় পেট্রোল ও হাতবোমা উদ্ধারের ঘটনায় সাতজনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৩২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৩০ অক্টোবর) হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মাকসুদুর রহমান বলেন, সোমবার (২৯ অক্টোবর) সন্ধ্যার পরে নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে বেশ কয়েকজন মিলে হিজলা বরিশাল-সড়কের কামারখালী এলাকায় একটি অটোরিকশা ভাঙচুর করে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগে অন্যরা পালিয়ে গেলেও উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মিজান গাজী যাননি। পরে পুলিশ তাকে আটক করে। এসময় ঘটনাস্থল থেকে পাঁচটি পেট্রোল ও ১২টি ‘বোমা সদৃশ বস্তু’ উদ্ধার করা হয়।  

এঘটনায় ওইদিন রাতেই থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খলিলুর রহমান বাদী হয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় মিজান গাজীসহ সাতজনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৩২ জনকে আসামি করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।