ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

‘আ'লীগ সরকারের আমলেই বেড়েছে নারীর ক্ষমতায়ন’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
‘আ'লীগ সরকারের আমলেই বেড়েছে নারীর ক্ষমতায়ন’ গোলটেবিল আলোচনায় রোকেয়া প্রাচী-ছবি-বাংলানিউজ

ফেনী: বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেছেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলেই নারীর ক্ষমতায়ন হয়েছে সবচেয়ে বেশি।’

মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরে ফেনীর সোনাগাজী পৌর শহরের একটি মিলনায়তনে স্থানীয় সমস্যা ও তার সমাধানে গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন।

অনুষ্ঠানের আয়োজক ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অভিনেত্রী রোকেয়া প্রাচী।

এসময় তিনি বলেন, তৃনমূলের নারীদের এগিয়ে আসতে হবে দেশের সমৃদ্ধির জন্য। নারীরা যাতে পিছিয়ে না পড়ে সেটি খেয়াল রাখতে হবে। আর এক্ষেত্রে পুরুষদের সহযোগিতা থাকলে নারীদের অগ্রগতি আরও বেগবান হবে।  

ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা জেসমিন বড়মনির সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী আঞ্জুমান আরা গিয়াস খুকু, সোনাগাজী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোদেজা খানম শাহীন, পাঁচগাছিয়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার শিরিন সুলতানা, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর আবুল বাশার ও কর্মশালার কো-অডিনেটর রাজিব সারোয়ার।

ইউএসএআইডি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, শান্তিতে বিজয় ও নারীর জয় সবার জয়'র সহযোগিতায় এ গোলটেবিল আলোচনায় অংশগ্রহণকারী হিসেবে বক্তব্য রাখেন ইনডিপেনডেন্ট টিভির ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, ডেইলি সান ফেনী প্রতিনিধি আবদুল্লাহ আল-মামুন, দৈনিক আমাদের নতুন সময়ের ফেনী প্রতিনিধি এম এমরান পাটোয়ারী, দৈনিক সমকাল প্রতিনিধি ইমাম হাসান কচি, বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট সোলায়মান হাজারী ডালিম, সৈয়দ মনির আহাম্মদ, হাসান মাহমুদ ও মো. ইকবাল হোসাইন।

এসময় আলোচনায় অংশ নেন সাংস্কৃতিক কর্মী নাজমুন নাহার নিতু ও ব্যবসায়ী আবুল হোসেন সাহেদ। কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধ শতাধিক প্রতিনিধি অংশ নেন।

এছাড়া কর্মশালায় গ্রামীণ অবকাঠামো, সামাজিক সমস্যা, শিক্ষা ও কৃষি বিষয়ে স্থানীয় পর্যায়ে সমস্যাগুলো উঠে আসে ও এর সমাধান তুলে ধরেন চারটি দলে বিভক্ত অংশগ্রহণকারীরা।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এসএইচডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।