ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

এমসি কলেজ শিক্ষার্থীদের ফুটওভার ব্রিজ দাবি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এমসি কলেজ শিক্ষার্থীদের ফুটওভার ব্রিজ দাবি  শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: বাংলানিউজ

সিলেট: সড়কে স্পিড ব্রেকার ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ওই সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো।

 

এতে তামাবিল রুটে চলাচলকারী মানুষকে কিছুটা বিরম্বনায় পড়তে হয়। কর্মসূচি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন দাবি আদায়ের জন্য নিজ নিজ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।

মানবন্ধনে শিক্ষার্থীরা নিরাপদে রাস্তা পারাপারের স্বার্থে কলেজের উভয় ফটকের সামনে দিয়ে চলা ঝুঁকিপূর্ণ সড়ক স্পিড ব্রেকার ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান।  

কর্মসূচিতে এমসি কলেজ ছাত্রলীগ, ছাত্র মজলিস, মোহনা সাংস্কৃতিক সংগঠন, থিয়েটার মুরারিচাঁদ, মুরারিচাঁদ কবিতা পরিষদ, রোভার স্কাউট, বিএনসিসি, মুরারিচাঁদ মডেল ইউনাইটেড, এমসি কলেজ ট্যুরিস্ট ক্লাব, ডিবেটিং ক্লাব, রোটারেক্ট ক্লাব, দ্রুবক ক্লাব, ইসলামের ইতিহাস ছাত্র কল্যাণ পরিষদ, কেমিস্ট্রি ক্লাব, জয়ধ্বনি চতুর্থ ব্লক ক্লাব হোস্টেল, ইতিহাস স্টুডেন্ট ফোরাম, ইকোনমিক ক্লাব, ছাত্র জমিয়ত, কওমি স্টুডেন্ট, তালামিজ, দিরাই ছাত্র কল্যাণ পরিষদ, তাহিরপুর ছাত্রকল্যাণ পরিষদ, হবিগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ, জগন্নাথপুর ছাত্র কল্যাণ পরিষদ, বড়লেখা ছাত্র কল্যাণ পরিষদ, মৌলভীবাজার অ্যাসোসিয়েশন স্টুডেন্ট ক্লাবসহ কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এনইউ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।