ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হিলিতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
হিলিতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে জুয়েল হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হিলি সীমান্তের নওপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। জুয়েল নবাবগঞ্জ উপজেলার টিকর গ্রামের তাহাজুল ইসলামের ছেলে।

পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) আরিফুল আলম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।