ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

এক ঘণ্টা পর রংপুরের তুলার কারখানার আগুন নিয়ন্ত্রণে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এক ঘণ্টা পর রংপুরের তুলার কারখানার আগুন নিয়ন্ত্রণে এক ঘণ্টা পর রংপুরের তুলার কারখানার আগুন নিয়ন্ত্রণে-ছবি-বাংলানিউজ

রংপুর: রংপুর নগরীর কামাল কাছনা এলাকায় এক ঘণ্টার চেষ্টায় তুলার কারখানার আগুন নিয়ন্ত্রণ এসেছে। 

মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।  

**রংপুরে তুলার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ইউনুস আলী জানান, রংপুর, হারাগাছ, কাউনিয়া, তারাগঞ্জ ও বদরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।  

কারখানার মেশিনের ত্রুটির ফলে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।