ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

প্রাথমিক শিক্ষা অফিসারের মৃত্যুতে মন্ত্রীর শোক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
প্রাথমিক শিক্ষা অফিসারের মৃত্যুতে মন্ত্রীর শোক

ঢাকা: সড়ক দুর্ঘটনায় খুলনা জেলার দাকোপ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুম বিল্লাহর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুম বিল্লাহ মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে নিজ কর্মস্থলে যাওয়ার পথে বটিয়াঘাটা উপজেলার সাচিবুনিয়া এলাকার বিশ্বরোড মোড়ে ট্রাক দুর্ঘটনায় নিহত হন বলে জানান মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়।

এক শোক বাণীতে মন্ত্রী বলেন, মাসুম বিল্লাহর অকাল মৃত্যুতে প্রাথমিক শিক্ষা পরিবার একজন দক্ষ ও মেধাবী কর্মকর্তাকে হারালো।

মন্ত্রী মরহুম মাসুম বিল্লাহর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি মাসুম বিল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এমআইএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।