ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ভালুকায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
ভালুকায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় পুলিশের সঙ্গে ‌‌‘বন্দুকযুদ্ধে’ আনোয়ার হোসেন আনু নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার কাঁচিনা এলাকায় এই ‘বন্দুকযুদ্ধে’ ঘটনা ঘটে।

নিহত আনুর বিরুদ্ধে ১৫টি ডাকাতি মামলা ও নয়টি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বাংলানিউজকে জানান,  ভালুকার কাঁচিনা ইউনিয়নের ইকোপার্ক এলাকায় ডাকাতি প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। একপর্যায়ে ডাকাতদল পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আনুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, এছাড়াও ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলির খোসা ও দেশীয় অস্ত্র পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।