ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

স্পিকারের সঙ্গে বার্নিকাটের বিদায়ী সাক্ষাৎ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
স্পিকারের সঙ্গে বার্নিকাটের বিদায়ী সাক্ষাৎ স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাটের বিদায়ী সাক্ষাৎ

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট বিদায়ী সাক্ষাৎ করেছেন।

বুধবার (৩১ অক্টোবর) দুপুরে সংসদে স্পিকারের কার্যালয়ে সাক্ষাৎকালে তারা সংসদীয় কার্যক্রম, নির্বাচন প্রক্রিয়া, বাংলাদেশের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, পর্যটন শিল্পসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় স্পিকার বলেন, দশম জাতীয় সংসদ ছিল অনন্য।

এ সংসদের মেয়াদে ২০১৭ সালে একই বছরে ১৩৬তম আইপিইউ ও ৬৩তম সিপিএ’র দু’টি আন্তর্জাতিক সম্মেলন সফলভাবে আয়োজন করেছে বাংলাদেশ। আইন প্রণয়নেও এ সংসদের অর্জন অসামান্য।  

এছাড়া ২৩জন সরাসরি নির্বাচিতসহ সংরক্ষিত ৫০জন মোট ৭৩ জন নারী সংসদ সদস্য দশম সংসদে ভূমিকা রেখেছেন, যা নারী ক্ষমতায়ন অগ্রযাত্রায় মাইলফলক। ভবিষ্যতে নেতৃত্ব ও রাজনীতিতে নারীর অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন স্পিকার।

মার্শিয়া বার্নিকাট বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করে বলেন, বাংলাদেশ শিল্প-সংস্কৃতিতে অত্যন্ত সমৃদ্ধ। সংগীত ও সংস্কৃতিকে পুঁজি করে বাংলাদেশ পর্যটন শিল্পে সম্ভাবনার উজ্জ্বল দ্বার উন্মোচন করতে পারে।  

বাংলাদেশে অবস্থানকালীন সময়কে মধুর উল্লেখ করে এ দেশের জনগণের আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘদিনের। ভবিষ্যতে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মার্শিয়া বার্নিকাট সফলভাবে জাতীয় সংসদ পরিচালনা করায় স্পিকারকে অভিনন্দন জানান। এ সময় সফলতার সাথে প্রায় চার বছর বাংলাদেশে দায়িত্ব পালন করায় স্পিকার রাষ্ট্রদূতের ভূমিকারও প্রশংসা করেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।