ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

প্রথম দফায় দুই হাজার রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
প্রথম দফায় দুই হাজার রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার  কুতপালং রোহিঙ্গা ক্যাম্পে প্রতিনিধিদলের সদস্যরা। ছবি: বাংলানিউজ

কক্সবাজার:  মধ্য নভেম্বরে প্রথম দফায় দুই হাজার রোহিঙ্গাকে মিয়ানমার ফেরত নেমে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব মিন্ট থো। 

বুধবার (৩১ অক্টোবর) দুপুরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।  

ক্যাম্প পরিদর্শনে গিয়ে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলেন বাংলাদেশ ও মিয়ানমারের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত যৌথ ওয়ার্কিং গ্রুপের প্রতিনিধি দলের সদস্যরা।

 

মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থো বলেন, বাংলাদেশ থেকে পাঠানো ৮ হাজার ৩২ জনের তালিকার মধ্যে ৫ হাজার এরই মধ্যে জনকে শনাক্ত করা হয়েছে।

এর আগে প্রত্যাবাসন বিষয়ে রোহিঙ্গাদের মাঠ পর্যায়ের অবস্থা জানতে সকালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান প্রতিনিধিদলের প্রায় ৩০ সদস্য।  

পড়ুন>>
** 
রোহিঙ্গা প্রত্যাবাসনে কুতুপালং ক্যাম্পে প্রতিনিধি দল

এ দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। যৌথ ওয়ার্কিং গ্রুপে মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সে দেশের পররাষ্ট্র সচিব মিন্ট থো।
 
ক্যাম্প পরিদর্শনকালে রোহিঙ্গা ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ও প্রত্যাবাসন সম্পর্কিত গঠিত টেকনিক্যাল কমিটির প্রধান মো. আবুল কালাম, কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার মো. মাসুদ হোসেন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।