ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে পিস্তল-গুলিসহ ৭ জঙ্গি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
লালমনিরহাটে পিস্তল-গুলিসহ ৭ জঙ্গি আটক র‍্যাবের হাতে আটক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন সদস্যরা

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম ও কালীগঞ্জ উপজেলায় পৃথক দু’টি অভিযানে দু’টি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ সাত জঙ্গিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

বুধবার (৩১ অক্টোবর) দুপুরে র‍্যাব-১৩ রংপুরের সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) আহসান হাবীব এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আটকরা হলেন- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) আঞ্চলিক সমন্বয়কারী কালীগঞ্জ উপজেলার ভোটমারী আদর্শপাড় বটতলা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে হাসান আলী লাল (৩৯), একই উপজেলার নতুন ইকরাটারী গ্রামের আব্দুল জলিলের ছেলে কেন্দ্রীয় সুরা সদস্য আসমত আলী লাল্টু (২৭), চরবাড়ির মনসুর আলীর ছেলে সামরিক শাখার সক্রিয় সদস্য শাফিউল ইসলাম সাদ্দাম (২৪), ভোটমারী আদর্শপাড়া বটতলা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে আবু নাঈম মিস্টার (১৯), মনিরাবাদ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আলী হোসেন (২৫), পাটগ্রাম উপজেলার মির্জারকোর্ট এলাকার মজিবুর রহমানের ছেলে জামায়াতুল মোজাহেদীন (জেএমবি) সক্রিয় সদস্য তমিজুল ইসলাম (৩৯) ও একই উপজেলার জুম্মাপাড়া এলাকার গিয়াস উদ্দীনের ছেলে সুন্নাহ ইসলাম সুন্না (২২)।


 
রংপুর র‍্যাব-১৩ এর কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার মুসরত মদাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণে একটি টিনের ঘরে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের আঞ্চলিক সমন্বয়কারী হাসান আলী লালসহ পাঁচ জনকে আটক করে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল, চার রাউন্ড পিস্তলের গুলি, বিস্ফোরক দ্রব্য, বোমা তৈরির উপকরণ, বিপুল জঙ্গিবাদী বই ও লিফলেট জব্দ করা হয়।

র‌্যাবের অপর একটি দল পাটগ্রাম উপজেলার সাহেবডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় দুই সদস্য তমিজুল ও সুন্নাকে কিছু জঙ্গি বইসহ আটক করা হয়। তারা সবাই লালমনিরহাটের বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনা ও নতুন সদস্য সংগ্রহের পরিকল্পনা করছিল বলে তারা র‍্যাবের কাছে স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।