ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বরুড়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
বরুড়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুমিল্লা: কুমিল্লার বরুড়া উপজেলায় তাপস চন্দ্র সরকার (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালে উপজেলার ৩নম্বর উত্তর খোশবাস ইউনিয়নের কড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তাপস চন্দ্র সরকার খোশবাস ইউনিয়নের কড়িয়া হিন্দুবাড়ির মনোরঞ্জন সরকারের ছেলে।

তিনি দুই সন্তানের জনক ছিলেন।

খোশবাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান সরদার বলেন, এটা আত্মহত্যা নয়, হত্যা। দেখেই বোঝা যায় তাকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (০১ অক্টোবর) আজম উদ্দিন মাহমুদ বাংলানিউজকে জানান, এটা হত্যা না আত্মহত্যা তা ময়না-তদন্তের পরে জানা যাবে। ময়না-তদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।