ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নালিতাবাড়ীতে দুর্বৃত্তদের হাতে নারী খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
নালিতাবাড়ীতে দুর্বৃত্তদের হাতে নারী খুন

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে রাতের অন্ধকারে নিজ শয়ন কক্ষে জহুরা খাতুন (৫০) নামে এক বিধবা নারীকে হত্যা পর মরদেহ মেঝে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

বুধবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার রাজনগর ইউনিয়নের মনাকুশা গ্রামে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জহুরা ওই গ্রামের মৃত হারেজ আলীর স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জহুরা খাতুন প্রতিদিনের ন্যায় প্রয়োজনীয় কাজ শেষে তার নিজ ঘরের একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে ওই এলাকার এক যুবক জহুরা খাতুনের কাছে কলা কিনতে তার বাড়িতে আসে। এসময় ঘরের দরজার ধাক্কা দিয়ে ওই নারীর মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নিহত নারীর মুখমন্ডল ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কি কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এ ব্যাপারে কোনো তথ্য-প্রমাণ এখনও পাওয়া যায়নি।  

ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের ঊর্ধ্বতন এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।