ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে জমি নিয়ে বিরোধের জেরে আহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
সিলেটে জমি নিয়ে বিরোধের জেরে আহত ২

সিলেট: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সিলেটের কানাইঘাটে চাচা-ভাতিজার মধ্যে সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।

বুধবার (২১ নভেম্বর) সকালে উপজেলার ১নম্বর ইউনিয়নের মিকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মিকিরপাড়া গ্রামের আব্দুস সালাম ও তার ভাতিজা রাসেল আহমদ।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে আব্দুস সালাম ও তার ভাতিজা রাসেল আহমদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছে। এ নিয়ে স্থানীয়রা সালিশ বৈঠকের আহ্বান করলেও আব্দুস কালাম সাড়া দেননি। তিনি ভাতিজাকে দেখে নেবেন বলেও হুঁশিয়ারি দেন। এর জের ধরেই তাদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষে তারা দু’জনের গুরুতর আহত হয়েছেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বাংলানিউজকে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।