ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে মোবাইল চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
মানিকগঞ্জে মোবাইল চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ আটক মোবাইল চোর, ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জে চুরি করে পালানোর সময় শুকুর আলী (৩২) নামের এক মোবাইল চোরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

আটক শুকুর আলী মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া এলাকার ফিকির আলীর ছেলে।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে জেলা হাসপাতালের পুরাতন ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন শিউলি বেগম বাংলানিউজকে জানান, অসুস্থতাজনিত কারণে কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সাঈদা আক্তার নামে তার এক ননদ তার দেখাশোনা করেন। সকালে পানি আনার জন্যে বাইরে যায় সাঈদা। এসময় তার নিজের স্যামসাং এবং তার ননদের হাওয়াই ব্র্যান্ডের মোবাইল দু’টি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে শুকুর আলী নামের ওই চোরকে আটক করে গণধোলাই দেয় স্থানীয়রা। তবে শুকুর আলীর কাছ থেকে কোনো মোবাইল ফোন উদ্ধার করতে পারেনি তারা।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, খবর পেয়ে শুকুর আলীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
কেএসএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।