ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সৌদির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
সৌদির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে বক্তব্য রাখছেন গোলাম মসীহ

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরের মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বেড়েছে। আগামী দিনগুলোতে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।

সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ একথা বলেন।  

২১ নভেম্বর রিয়াদের অভিজাত ডিপ্লোম্যাটিক কোয়ার্টারের কালচারাল সেন্টারের সাকাফা প্যালেসে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব সেনাবাহিনীর মেজর জেনারেল মোহাম্মদ আল আওফি।  

এছাড়া অনুষ্ঠানে রিয়াদে অবস্থিত বিভিন্ন দেশের মিশনগুলোর রাষ্ট্রদূত, ডিফেন্স অ্যাটাশে, কূটনৈতিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসী বাংলাদেশিরা যোগ দেন।  

দূতাবাসের উপমিশন প্রধান ড. মো. নজরুল ইসলাম ও ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহ আলম চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।  

শুরুতে বাংলাদেশ ও সৌদি আরবের জাতীয় সংগীত বাজানো হয়। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর অবদান অপরিসীম। ১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালায়। সেই দিন থেকেই দিবসটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র বাহিনী ও মুক্তিযোদ্ধাদের সংগ্রাম ও প্রতিরোধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হই।  

গোলাম মসীহ বলেন, ১৯৮৮ সাল থেকে জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা পৃথিবীর নানা সংকটবহুল দেশে শান্তি প্রতিষ্ঠায় সফলতা অর্জন করেছে। জাতিসংঘের অধীনে শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে এ পর্যন্ত সশস্ত্র বাহিনীর ১৪০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন প্রায় ২৫০ জন।  

অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।