ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পাটের মোড়ক ব্যবহার না করায় জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৮
পাটের মোড়ক ব্যবহার না করায় জরিমানা

কুষ্টিয়া: পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে কুষ্টিয়া সদর উপজেলায় অভিযান চালিয়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার খাজানগর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে পাটের মোড়ক ব্যবহার না করে নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার করায় দীন মহাম্মদ অটোরাইচ মিল মালিক দীন মহাম্মদ জামানকে ৩০ হাজার, ব্যবসায়ী আজগার হোসেনকে ২০ হাজার, শাহীন আলীকে ৫ হাজার, প্রগতি অ্যাগ্রো ফুডের মালিক জামসের আলীকে ২০ হাজারসহ মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।