ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নবীগঞ্জে নছিমনচাপায় পথচারী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৮
নবীগঞ্জে নছিমনচাপায় পথচারী নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নছিমনচাপায় বিষ্ণুপদ দাস (৫০) এক পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কাজীগঞ্জ-মার্কুলী সড়কের হলিমপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষ্ণুপদ হলিমপুর গ্রামের বাসিন্দা।


 
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে মার্কুলী বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন বিষ্ণুপদ। পথে হলিমপুর নামক স্থানে এলে একটি নছিমন পেছন থেকে তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বিষ্ণুপদকে মৃত ঘোষণা করেন।
 
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। এছাড়া স্থানীয়রা নসিমন চালককে আটক করেছে।  
 
বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।