ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে যুবক খুনের ঘটনায় বাবা-ছেলে আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৮
ময়মনসিংহে যুবক খুনের ঘটনায় বাবা-ছেলে আটক

ময়মনসিংহ: ময়মনসিংহে পূর্ব শত্রুতার জের ধরে রাব্বী (২৮) নামে এক যুবক খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাবা ও ছেলেকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাতে জেলার ত্রিশাল উপজেলার ধানীখলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মনির হোসেন (৪৫) ও তার ছেলে আরাফাত রহমান বাবু (২৮)।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, প্রথমে ওই এলাকা থেকে বাবা মনিরকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ঘাতক ছেলে বাবুকে আটক করা হয়।  

তিনি আরও জানান, নিহত রাব্বীর সঙ্গে পূর্ব শত্রুতা ছিলো বাবুর। তার জের ধরে ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাতে খুন করে সে।

এর আগে সন্ধ্যায় নগরের গাঙ্গিনারপাড় এলাকায় প্রকাশ্যে গলায় ও গালে ছুরিকাঘাত করে খুন করা হয় রাব্বীকে।

বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
এমএএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।