ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বসতঘর পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৮
বাগেরহাটে বসতঘর পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার কোদালিয়া গ্রামের জাহিদ মোল্লার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।  

খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম সানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ সাইদ মোমেন মজুমদারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

বাংলানিউজকে ক্ষতিগ্রস্ত জাহিদ মোল্লা জানান, মঙ্গলবার রাতে রাইস কুকারে ভাত তুলে দিলে কিছুক্ষণের মধ্যে কুকারটি বিস্ফোরণ হয়। এতে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভানো হয়। এর আগেই তিনটি ঘর পুড়ে যায়। এতে ঘরের সব মালামাল পুড়ে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ইউএনও মোহাম্মাদ সাইদ মোমেন মজুমদার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকাণ্ডে জাহিদ ও তার বাবা লুৎফর মোল্লার তিনটি ঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।