ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

দুই বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ, শ্রমিক নিখোঁজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
দুই বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ, শ্রমিক নিখোঁজ নিখোঁজ শ্রমিকে সন্ধানে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: বাংলানিউজ

সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলায় সুরমা নদীর মনিপুরী ঘাট এলাকায় আজিজুল হক (১৭) নামে এক বালু শ্রমিক নিখোঁজ হয়েছেন।

বুধবার (০৫ ডিসেম্বর) বিকেলে বালু বোঝাই দুটি বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

আজিজুল হক জামালগঞ্জ উপজেলার ছোট ঘাগটিয়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে বালু বোঝাই মায়ের দোয়া পরিবহন ও প্রিন্স অফ রিহান নামের বাল্ক হেডের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাল্ক হেডের সামনের দিকে থাকা শ্রমিক আজিজুল নদীতে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ হন। খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

সুনামগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।