ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ত্রিশালে বাসের ধাক্কায় মাছবিক্রেতার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
ত্রিশালে বাসের ধাক্কায় মাছবিক্রেতার মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে বাসের ধাক্কায় গিয়াস উদ্দিন গেসু (৪০) নামে এক মাছবিক্রেতার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উপজেলার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বাংলানিউজকে জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি বাস ওই সড়কের পাশ থেকে গ্যাস ভরতে মূল সড়কে উঠা সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাছবিক্রেতার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।