ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ চায় কানাডা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ চায় কানাডা

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশ তৈরির মাধ্যমে সাধারণ জনগণ যেন সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের অংশগ্রহণের সুযোগ পায় তা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে কানাডা।

রোববার ( ২৩ ডিসেম্বর) ঢাকার কানাডার হাইকমিশন  থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতি ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনয়েট প্রিফনটেইন বলেন, আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে বাংলাদেশের জনগণ নিবিঘ্নে তাদের  গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, সেই প্রত্যাশা করে কানাডা।

 

তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিতে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে সহিংসতা ও ভয়ভীতি দূর করা প্রয়োজন। একই সঙ্গে সংখ্যালঘু, প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক ও ভোটাধিকার রক্ষা ও সুশীল সমাজের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।  

‘আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশ তৈরির মাধ্যমে সাধারণ জনগণ যেন সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের অংশগ্রহণের সুযোগ পায় তা নিশ্চিত করতে হবে,’ যোগ করেন বেনয়েট প্রিফনটেইন।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
টিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।