ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

মাদারীপুর: মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরমান মোল্যা (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরমান ওই এলাকার নিজাম মোল্যার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুত না থাকা অবস্থায় নিজের বাড়িতে পানির মোটরে কাজ করতে গেলে হঠাৎ বিদ্যুত চলে আসে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আরমানের মৃত্যু হয়।

মস্তফাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুর রশিদ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।