ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে জুট মিলে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
শ্রীপুরে জুট মিলে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট জুট মিলে আগুন। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরের কেওয়া বাজার এলাকায় সাহারা জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

রোববার (২৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে জয়দেবপুর, শ্রীপুর ও ভালুকার ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।

বাংলাদেশ সময়: ০৮০২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।