ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাঁচবিবির সীমান্ত এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
পাঁচবিবির সীমান্ত এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্ত এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ ডিসেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বাংলানিউজকে জানান, কড়িয়া সীমান্ত এলাকার ২৮৭/৩৫ নম্বর পিলার সংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে উদ্ধারকৃত মরদেহটি ভারতের না বাংলাদেশের তা শনাক্তের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা কাজ করছে।

এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।