ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে ৩১ মামলার জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
সিলেটে ৩১ মামলার জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস জব্দকৃত মাদকদ্রব্য। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে ৩১টি মামলায় জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। 

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসন কার্যালয়ের সম্মুখে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক সাইফুর রহমানের উপস্থিতিতে ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- ১৪৩ লিটার চোলাই মদ, ৬৭ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ১২৯ বোতল ভারতীয় মদ, ১৬৫ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৯৬২ পিস ইয়াবা এবং বিদেশি সিগারেট ৫৩ হাজার ৬০০পিস। মামলার এসব আলামতগুলো ভেঙে ও পুড়িয়ে ধ্বংস করা হয়।


 
আদালত সূত্র জানায়, ধ্বংসকৃত আলামতের বিপরীতে ৩১টি মামলা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। জব্দকৃত আলামতের নমুনা সংরক্ষণ করে বাকি আলামত ধ্বংসের আদেশ পাওয়ার পর তা কার্যকর করা হয়। সিলেট নগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
মাদকদ্রব্য ধ্বংসকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি দক্ষিণ ও প্রসিকিউশন) প্রণব কুমার রায়, আদালত মালখানায় কর্মরত কর্মকর্তা প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।