ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান গ্রেফতার চেয়ারম্যান শরীফুল ইসলাম

কিশোরগঞ্জ: বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার মহিনন্দ ইউনিয়নের কলাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শরীফুল জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ বাংলানিউজকে বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে, একই অভিযোগে পাকুন্দিয়া উপজেলায় বিএনপির দশ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।  

গ্রেফতাররা হলেন- মানসুরুল হক বাবুল, এনামুল হক, মোজাম্মেল হক, হুমায়ুন মুর্শেদ পলিন, বাচ্চু মিয়া, দুলাল মাস্টার, টিটু, ইকবাল পাঠান, নজরুল ইসলাম ও আব্দুল কাদির।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।