ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে আসামি ধরতে গিয়ে হামলায় পুলিশসহ আহত ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
কক্সবাজারে আসামি ধরতে গিয়ে হামলায় পুলিশসহ আহত ৫ প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী বাজারে আসামি ধরতে গিয়ে হামলায় পুলিশের তিন কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-পুলিশের ঈদগাঁও তদন্ত কেন্দ্রের এসআই দেবাশীর্ষ সরদার, এসআই সন্দীপ চন্দ্র নাথ ও আমর্ড পুলিশ সদস্য আলতাফ।

তাদের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান জানান, দুপুরের দিকে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ আসামিকে গ্রেফতার করতে ভারুয়াখালী অভিযানে যায়। অভিযানের শুরুতে তারা নাশকতা মামলার আসামি মোস্তফা নামের একজনকে গ্রেফতার করে। তাকে নিয়ে দু’জন পুলিশ সদস্য ভারুয়াখালী বাজারে অবস্থান করে এবং অন্য পুলিশ সদস্যরা অন্য আসামিদের ধরতে পাশের এলাকায় অভিযানে যায়।

এসময় এলাকাবাসী বাজারে অবস্থান করা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় খবর পেয়ে পাশে অভিযানে যাওয়া অন্য পুলিশ সদস্যরা এগিয়ে আসে। এক পর্যায়ে তারা পুলিশের উপর উপর্যুপরি ইট-পাটকেল ছোড়ে। ইট-পাটকেলের আঘাতে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্বরত এসআই দেবাশীর্ষ সরদার, এসআই সন্দীপ চন্দ্র নাথ ও আমর্ড পুলিশ সদস্য আলতাফ আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে কক্সবাজার থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

কক্সবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বাংলানিউজকে জানান, আসামি ছিনিয়ে নিতে ওই এলাকার বিএনপির কিছু চিহ্নিত নেতাকর্মী পুলিশের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ২৫ ডিসেম্বর, ২০১৮
এসবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।