ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভৈরবে ট্রাকচাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
ভৈরবে ট্রাকচাপায় শিশু নিহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ট্রাকের চাপায় সিয়াম (৯) নামে একটি শিশু নিহত হয়েছে।  

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের আকবরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ‍সিয়াম উপজেলার শ্রীনগর ইউনিয়নের তেয়ারীরচর গ্রামের ইকবাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে কালিকাপ্রসাদের মিয়া বাড়ির মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা দেখতে নানাবাড়ি থেকে অন্যদের সঙ্গে সিয়ামও মিছিলে আসে। মিছিল শেষে বাড়ি ফেরার পথে আকবরনগর এলাকায় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

এ ঘটনার পর উত্তেজিত জনতা দু’টি ট্রাক ভাঙচুর শেষে একটিতে আগুন ধরিয়ে দেয়। ফলে সড়কে কয়েক'শ যানবাহন আটকা পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘটনার এক ঘণ্টা পর রাত সাড়ে ৭টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
 
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।