ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বাস খালে পড়ে আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
বাগেরহাটে বাস খালে পড়ে আহত ১৫

বাগেরহাট: বাগেরহাটের কচুয়া উপজেলার ফুলতলা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

সোমবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে খুলনা-পিরোজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বাগেরহাটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. মাসুদ সরদার এ তথ্য নিশ্চিত করেন।  

বাংলানিউজকে তিনি জানান, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ছেড়ে আসা খুলনাগামী বিআরটিসির যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। এতে অন্তত ১৫ যাত্রী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করা হয়। পরে তাদের বাগেরহাট সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য পাঠানো হয়।  

দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।