ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনাকে সৌদি বাদশা ও ক্রাউন প্রিন্সের অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৯
শেখ হাসিনাকে সৌদি বাদশা ও ক্রাউন প্রিন্সের অভিনন্দন শেখ হাসিনা

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় পাওয়ায় দলটির সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সালমান বিন আবদুল-আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

এছাড়াও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আওয়ামী লীগ সভাপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

মঙ্গলবার (০১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ কথা জানানো হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮ আসনে জয় পেয়েছে। অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র ৭টি আসন।

শেখ হাসিনাকে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির শুভেচ্ছা

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৯
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।