ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সূর্বণচরে ‘ভোটের জেরে’ গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৯
সূর্বণচরে ‘ভোটের জেরে’ গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

নোয়াখালী: স্বামী ও সন্তানদের বেঁধে রেখে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের চরবাগ্গা গ্রামে এক গৃহবধূকে (৩২) ঘর থেকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় এ পর্যন্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াস শরীফ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মামলার পর অভিযান চালিয়ে নোয়াখালী ও লক্ষ্মীপুরে থেকে গৃহবধূ গণধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এসপি আরো জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে তাদের নাম গোপন রাখা হয়েছে। বাকিদের গ্রেফতার করতে নোয়াখালী, ফেনী,  লক্ষ্মীপুর ও লাকসামে পুলিশের চারটি টিম কাজ করছে।

বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।