ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শার্শায় স্বর্ণ আত্মসাতের অভিযোগে দুই পুলিশসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৯
শার্শায় স্বর্ণ আত্মসাতের অভিযোগে দুই পুলিশসহ আটক ৪ শার্শা থানা, ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলায় পাচার করা স্বর্ণবার আত্মসাতের অভিযোগে পুলিশের দুই সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২ জানুয়ারি) দুপুর ২ টায় শার্শার নাভরণ-সাতক্ষীরা মোড় থেকে তাদের আটক করে শার্শা থানা পুলিশ।

আটকরা হলেন-সাতক্ষীরার পাটকেলঘাটা থানার এএসআই মামুন রেজা, কলোরোয়া থানার এএসআই ইসহাক, এএসআই মামুন রেজার পালিত ছেলে আশিক রেজা (২০) ও পাচারকারী মানিকগঞ্জের সুংগারিয়া গপিনধর গ্রামের দুদু মিয়ার ছেলে অসিম (৩২)।

পুলিশ  জানায়, নাভরণ সাতক্ষীরা মোড়ে দায়িত্ব পালন করছিলেন শার্শা থানা পুলিশের এএসআই আনোয়ার। এসময় তিনি রাস্তার ওপর ওই চারজনকে ধস্তা-ধস্তি করতে দেখে আটক করেন।  

একপর্যায়ে জানতে পারেন আটক চারজনের মধ্যে দুইজন পুলিশ সদস্য। তারা সহদর দুইভাই। আর একজন তাদের মধ্যে এক পুলিশ সদস্যদের পালিত ছেলে ও অপরজন পাচারকারী। পরে তল্লাশি করে তাদের কাছ থেকে দু’টি স্বর্ণবার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, পাচারকারী অসিম স্বর্ণেরবার নিয়ে সাতক্ষীরা সীমান্তে যাওয়ার জন্য নাভরণ মোড়ে অপেক্ষা করছিল। আর দুই পুলিশ সদস্য তার কাছ থেকে স্বর্ণবার কেড়ে নিয়ে আত্মসাত করার উদ্দেশ্যে নাভরন আসে। ঘটনাস্থল থেকে পুলিশের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শেখ তাসমিম আলম বাংলানিউজকে বলেন, আটক দুই পুলিশ সদস্যসহ চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
এজেডএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।