ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রিংলার বিদায়ী বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৯
প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রিংলার বিদায়ী বৈঠক গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করছেন শ্রিংলা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। একই সঙ্গে জাতীয় নির্বাচনে তার দলের বিজয়ে অভিনন্দন জানান এই কূটনীতিক।

বুধবার (২ জানুয়ারি) গণভবনে অভিনন্দন জানাতে যান শ্রিংলা।

ঢাকার ভারতীয় হাইকমিশন বৃহস্পতিবার (৩ জানুয়ারি) জানায়, হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বিদায়ী বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান।

এছাড়া বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তার দলের বিজয়ে অভিনন্দন জানান তিনি।  

উভয় দেশের মধ্যকার মৈত্রীবন্ধন প্রসারে তার অঙ্গীকার পূরণে বাংলাদেশ সরকার প্রদত্ত সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান হাইকমিশনার শ্রিংলা।

তিন বছর দায়িত্ব পালন শেষে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা আগামী সপ্তাহে ঢাকা থেকে বিদায় নিচ্ছেন। বিদায়ের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।