ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢাকার সঙ্গে মৌলভীবাজারের সড়ক যোগাযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৯
ঢাকার সঙ্গে মৌলভীবাজারের সড়ক যোগাযোগ বন্ধ

মৌলভীবাজার: নির্মাণাধীন ব্রিজের পাশের ডাইভারসন রোডে ক্রেনবাহী একটি লরির চাকা দেবে গিয়ে ঢাকার সঙ্গে মৌলভীবাজারের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) ভোরে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গলের লছনা এলাকায় এ ঘটনা ঘটে। এরপর থেকে ব্রিজের দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে৷
 
জানা যায়, সাতগাঁও চা ফ্যাক্টরির সামনের সড়কে নতুন ব্রিজ তৈরির কাজ চলমান থাকায় ব্রিজের পাশ দিয়ে করা বাইপাস ডাইভারশন রোডে শ্যামলিমা কোম্পানির একটি লরি ক্রেনসহ ডেবে যায়।

এরপর থেকে সড়কটিতে দূরপাল্লার গাড়িসহ সব প্রকারের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এ ব্যাপারে সাতগাঁও হাইওয়ে থানার ইনচার্জ নান্নু মণ্ডল বাংলানিউজকে জানান, সিলেটের শেরপুর থেকে একটি ক্রেন উদ্ধারের জন্য এসেছে। আশা করছি স্বল্প সময়ের মধ্যেই রাস্তাটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা যাবে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।