ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৯
আগৈলঝাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় রিতা হালদার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

 

রিতা উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা গ্রামের পল্টন হালদারের স্ত্রী।

স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা গেছে, গৃহবধূর পরিবার ঋণগ্রস্ত হয়ে পড়ে। এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকতো। এ কারণে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।