ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে শ্রিংলার বিদায়ী বৈঠক 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৯
রাষ্ট্রপতির সঙ্গে শ্রিংলার বিদায়ী বৈঠক  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে কথা বলছেন হাইকমিশনার শ্রিংলা

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বঙ্গভবনে তিনি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী বৈঠক করেন।  

ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বিদায়ী বৈঠকে রাষ্ট্রপতিকে নববর্ষের শুভেচ্ছা জানান।

একই সঙ্গে  উভয় দেশের মধ্যকার মৈত্রীবন্ধন প্রসারে তার সহযোগিতার জন্য ধন্যবাদ জানান শ্রিংলা।

তিন বছর দায়িত্ব পালন শেষে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা আগামী সপ্তাহে ঢাকা থেকে বিদায় নিচ্ছেন। বিদায়ের আগে  তিনি বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী বৈঠক করেন শ্রিংলা।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।