ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৯
নারায়ণগঞ্জে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ইসদাইরে সাদিয়া আফরিন (২২) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় ফতুল্লার পশ্চিম ইসদাইর এলাকার রোমানার ভাড়াটিয়া বাড়ির চতুর্থ তলার ফ্ল্যাটের সিলিং ফ্যানে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

সাদিয়া ওই বাড়ির সুমন মিয়ার মেয়ে।

জানা যায়, দেড় বছর আগে পারিবারিকভাবে চাঁদপুর জেলার হরিনা বাজার এলাকার ফজলুল হকের প্রবাসী ছেলে মাইনুদ্দিনের সঙ্গে সাদিয়ার বিয়ে হয়। তাদের চার মাসের একটি ছেলে আছে। স্বামী-সন্তান নিয়ে সাদিয়া বাবা-মায়ের সঙ্গে বসবাস করেন।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহে সাদিয়া আফরিন সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি কাপড় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে এ নিয়ে তদন্ত চলছে।  

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।